মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন তুর্কি কূটনীতিক

  • আপলোড তারিখঃ ২০-০৬-২০২০ ইং
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন তুর্কি কূটনীতিক
বিশ্ব ডেস্ক: তুরস্কের কূটনীতিক ভোলকান বোজকারকে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে। গত বুধবার রাতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বিষয়টি জানা গেছে। বিবৃতিতে বলা হয়েছে, 'জাতিসংঘের সদস্য সংখ্যাগরিষ্ঠের ভোট ও সম্পূর্ণ সমর্থনে ভোলকান নির্বাচিত হন। বোজকরের এক বছর মেয়াদে ২০২০ সালে ১৫ সেপ্টেম্বর থেকে জাতিসংঘের ৭৫তম সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন। জাতিসংঘের ইতিহাসে এই প্রথম কোন তুর্কি কূটনীতিক এই পদে নিযুক্ত হন। গত বুধবার এক গোপন ব্যালট ভোটে উক্ত পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোজকর ১৭৮টি দেশের ভোটে তিনি নির্বাচিত হন। ১১টি দেশ ভোট দেয়া থেকে বিরত ছিল। বোজকার তার অফিশিয়াল টুইটারে বলেছেন, 'জাতিসংঘের ৭৫তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে আমাকে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচিত করার জন্য আমি জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের কাছে কৃতজ্ঞ। তিনি আরো বলেন, আমরা যে চ্যালেঞ্জিং সময় পার করছি এই অবস্থায় আন্তর্জাতিক শান্তিতে প্রতিষ্ঠায় অবদান রাখতে আমি চেষ্টা করব।' জাতিসংঘের ৭৫তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় বোজকারকে টেলিফোনে ধন্যবাদ জানান তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। এসময় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু উপস্থিত ছিলেন। বোজকার বর্তমানে ইস্তাম্বুলের একে পার্টির সংসদ সদস্য এবং তুর্কি পার্লামেন্টের বৈদেশিক নীতি নির্ধারনী কমিটির প্রধান।


কমেন্ট বক্স
notebook

পরীক্ষায় অনুপস্থিতদেরও উত্তীর্ণের অভিযোগ, সমালোচনার ঝড়