মেহেরপুরে জেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ
- আপলোড তারিখঃ ১১-০৬-২০২০ ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ হয়েছে। গতকাল বুধবার সহকারী কমিশনার মাসতুরা আমিনা পুলিশকে নিয়ে এ বাল্যবিবাহ বন্ধ করেন। সহকারী কমিশনার মাসতুরা আমিনা জানান, মেহেরপুর শহরের বেড়পাড়ায় আকবর আলী তাঁর নাবালিকা কন্যার বিয়ে ঠিক করেন। পরে বিষয়টি জেলা প্রশাসকের নজরে এলে জেলা প্রশাসকের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। এ সময় কনের পিতা স্থানীয়দের উপস্থিতিতে তাঁর মেয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না এই মর্মে মুচলেকা ও অঙ্গীকারনামা দেন।
কমেন্ট বক্স