শুক্রবার, ১৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গরু ব্যবসায়ী কালামের মর্মান্তিক মৃত্যু!

  • আপলোড তারিখঃ ০২-০৬-২০২০ ইং
গরু ব্যবসায়ী কালামের মর্মান্তিক মৃত্যু!
দামুড়হুদায় মোটরসাইকেল ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষ নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদায় মোটরসাইকেল ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে আবুল কালাম (৫০) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত আটটার দিকে দামুড়হুদা উপজেলার চাকুলিয়া গ্রামের মাঠের মধ্যে এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের পশ্চিমপাড়ার মৃত আলী আহম্মেদের ছেলে। জানা যায়, গরুর ব্যবসায়ী আবুল কালাম ব্যবসায়ীক কাজ শেষে রাত আটটার দিকে চাকুলিয়া থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথের মধ্যে চাকুলিয়া মাঠের মধ্যে পৌঁছালে সামনে থেকে আসা একটি আলমসাধুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর জখম হন তিনি। এ সময় স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কালামকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখেন। চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাজিদ হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় একটি পায়ে গুরুতর জখমসহ রোগীকে জরুরি বিভাগে নেওয়া হয়। তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে অবজারভেশনে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, ‘দর্শনা থানাধীন চাকুলিয়া গ্রামে মোটরসাইকেল ও আলমসাধুর সংঘর্ষে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনা সম্পর্কে আমি অবগত হয়েছি। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় রাতেই পরিবারের সদস্যদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।’


কমেন্ট বক্স
notebook

বিচারপতির বাসভবন, সুপ্রিমকোর্ট এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা