শনিবার, ২১ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

করোনা প্রতিরোধে যশোর সেনানিবাসের সদস্যদের নানা কার্যক্রম

  • আপলোড তারিখঃ ১৮-০৫-২০২০ ইং
করোনা প্রতিরোধে যশোর সেনানিবাসের সদস্যদের নানা কার্যক্রম
নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ও এর কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় যশোর সেনানিবাসের সেনাসদস্যরা স্থানীয় প্রশাসনকে সহযোগিতার পাশাপাশি নানা প্রকার সামাজিক ও জনসচেতনতামূলক কাজ করছেন। হতদরিদ্র মানুষের ক্ষুধা নিবারনের জন্য রাতের আঁধারে ঘরে ঘরে খাদ্যসাগ্রী পৌঁছে দেওয়াসহ বিদেশফেরতদের কোয়ারেন্টিনে থাকা নিশ্চিত করা, সামাজিক দূরত্ব, সতর্কতামূলক প্রচারাভিযান, ভ্রাম্যমাণ আদালতের সময় স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করাসহ নানা প্রকার সামাজিক কাজ করছেন তাঁরা। গতকাল রোববারও তাঁদের এ কার্যত্রম অব্যাহত ছিল। `` স্থানীয় বাজারগুলোতে স্বাস্থ্য সুরক্ষা বজায় রাখতে ব্যবসায়ী এবং ক্রেতাসাধারণকে স্বাস্থ্যবিধি সম্পর্কে উপদেশমূলক বক্তব্য প্রদান। `` লিফলেট লাগিয়ে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রচেষ্টায় যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। `` মার্কেট এবং শপিংমলগুলোতে অপ্রত্যাশিত জনসমাগম ঠেঁকাতে মাঠে তৎপর রয়েছে স্থানীয় প্রশাসন এবং যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। `` স্বাস্থ্যবিধি সংক্রান্ত করনীয় এবং বর্জনীয় লিফলেট লাগিয়ে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত। `` সামাজিক দুরুত্ব বজায় রেখে যশোর সেনানিবাসের মেডিক্যাল টিম কর্তৃক অসহায় এবং দুস্থ মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদান অব্যাহত। `` যশোর সেনানিবাসের মেডিক্যাল টিম কর্তৃক দুস্থ, অসহায় এবং হত দরিদ্রদের মাঝে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ কার্যক্রম অব্যাহত।


কমেন্ট বক্স