শুক্রবার, ১৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে দুই ডাক্তারসহ ছয়জন করোনা মুক্ত

  • আপলোড তারিখঃ ১৮-০৫-২০২০ ইং
কালীগঞ্জে দুই ডাক্তারসহ ছয়জন করোনা মুক্ত
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে ছয়জন করোনা রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। গতকাল রোববার দুপুরে আনুষ্ঠানিকভাবে তাঁদের ছাড়পত্র দেওয়া হয়। এর মধ্যে দুইজন চিকিৎসক, একজন নার্স ও তিন সাধারণ নারী পুরুষ রয়েছে। উপজেলায় এ পর্যন্ত নয়জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিশেষ টিমের তত্বাবধানে দীর্ঘ চিকিৎসার পর এ ছয়জনের শরীরে করোনা নেগেটিভ পাওয়ায় মুক্ত জীবনের ছাড়পত্র দেওয়া হলো। তবে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে তাঁদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পরামর্শ দেওয়া হয়। করোনা বিজয়ীদের ছাড়পত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, জেলা সিভিল সার্জন সেলিনা বেগম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শামীমা শিরিন লুবনা ও আরএমও সুলতান আহমেদসহ চিকিৎসক ও গণমাধ্যমকর্মীরা।


কমেন্ট বক্স
notebook

বিচারপতির বাসভবন, সুপ্রিমকোর্ট এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা