বুধবার, ১৮ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় টোটন জোয়ার্দ্দারের খাদ্যসামগ্রী বিতরণ

  • আপলোড তারিখঃ ১৮-০৫-২০২০ ইং
চুয়াডাঙ্গায় টোটন জোয়ার্দ্দারের খাদ্যসামগ্রী বিতরণ
আনিছ বিশ্বাস: চুয়াডাঙ্গা পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডে ৫০ জনের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রোববার রাত আটটার দিকে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের সহযোগিতায় এ খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন যুবলীগের নেতা শেখ সেলিম, রতন, দুখু মিয়াসহ স্থানীয় এলাকাবাসী। টোটন জোয়ার্দ্দার বলেন, যতটা সম্ভব ঘরের মধ্যে থাকতে হবে, জনসমাগম পরিহার করতে হবে, ক্লাবে, বারে, রেস্তরাঁয় যাওয়া বন্ধ করতে হবে। করোনাভাইরাস থেকে দূরে থাকতে সরকার যেসব পরামর্শ দিয়েছে, সেগুলো মেনে চলতে হবে।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ