দামুড়হুদার বিভিন্ন স্থানে ত্রাণসামগ্রী বিতরণকালে নজরুল মল্লিক
নিজস্ব প্রতিবেদক:
‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ করোনাভাইরাস প্রতিরোধে নিরলসভাবে কাজ করে চলেছে। আমরা অনেক দেশের তুলনায় করোনা প্রতিরোধে বেশ এগিয়ে। এই সংকটকালীন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কেউ না খেয়ে থাকবে না। তিনি মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। নেত্রীর আহ্বানে সাড়া দিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছি। আমি গরীব ও অসহায় মানুষের পাশে সব সময় আছি এবং থাকব। করোনাভাইরাস সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রাখব। কাউকে না খেয়ে থাকতে হবে না।’ দামুড়হুদার নাটুদহ ইউনিয়ন, চন্দ্রবাস, ছাতিয়ানতলা, কুনিয়াসহ উপজেলার বিভিন্ন স্থানে খাদ্যসামগ্রী বিতরণকালে এসব কথা বলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল মল্লিক। গোটা রমজান মাসেই এসব মানুষকে ত্রাণসামগ্রী বিতরণ করছেন তিনি।

প্রতিদিনের ন্যায় গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিজে ঘুরে ঘুরে জীবননগর ও দামুড়হুদার বিভিন্ন স্থানে তিনি নিজ তহবিল থেকে করোনাভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া অসহায় দারিদ্র মানুষের মধ্যে চাল, ডাল, তেল, ছোলা ও মাস্ক বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, আওয়ামী লীগ নেতা হাবিবুর মল্লিক, যুবলীগ নেতা সাহেব মল্লিক, জীবননগর শ্রমিক ইউনিয়ন সভাপতি মিজা, ছাত্রলীগ নেতা লিখন আহমেদ, রিয়াজ, মকলেচুর রহমান তজু, খাঁজা, জামির, জামাল, তালেব, যুবলীগ নেতা মইবুল, সামাদ, শাহিন, রাশেদ, ছাত্রলীগ নেতা আক্তার, আকাশ, মুরাদ, তাবিবুর, সাজ্জাদ।