চুয়াডাঙ্গায় করোনা শনাক্ত ৬ জনের পুনরায় নমুনা সংগ্রহ
- আপলোড তারিখঃ ২৫-০৪-২০২০ ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় করোনা শনাক্ত হওয়া ছয়জনের পুনরায় নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে প্রেরণ করা হয়েছে। উক্ত ছয়জনের কারো শরীরেই করোনার উপসর্গ না থাকায় তাঁরা করোনা আক্রান্ত কি না, তা সম্পূর্ণ নিশ্চিত হতে শুক্রবার (২৪ এপ্রিল) পুনরায় তাঁদের নমুনা সংগ্রহ করে চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ। শনিবার (২৫ এপ্রিল) ভোরে এ নমুনা এবার সরাসরি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এ পাঠানো হয়েছে। একটি নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য জানা যায়। করোনা শনাক্ত হওয়া উক্ত ৬ জনই নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন এবং তাঁদের বাড়ি ও এলাকা লকডাউনে রাখা হয়েছে।
উল্লেখ্য, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ৯ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত চিকিৎসা নেওয়া এক ব্যক্তির ঢাকা থেকে করোনা শনাক্ত হয়। এ ঘটনায় ওই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাঁকে চিকিৎসাসেবা দেওয়া ও সংস্পর্শে আসা চিকিৎসক, নার্সসহ মোট ২১ জনের নমুনা সংগ্রহ করে বুধবার (২২ এপ্রিল) সকালে যবিপ্রবির জিনোম গবেষণাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসে এ রিপোর্ট এসে পৌঁছায়। উক্ত রিপোর্টে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের একজন সিনিয়র স্টাফ নার্স, চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া হুচুকপাড়ার একজন, আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের চারজনের শরীরে করোনা শনাক্ত হয়।
কমেন্ট বক্স