সোমবার, ২৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় একুশে নাট্যমেলায় ককটেল বিষ্ফোরণের ঘটনায় আটক-২

  • আপলোড তারিখঃ ২৫-০২-২০১৭ ইং
দামুড়হুদায় একুশে নাট্যমেলায় ককটেল বিষ্ফোরণের ঘটনায় আটক-২

`Damurhuda

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার দর্শনা কলেজ মাঠে সপ্তাহ ব্যাপী  একুশে নাট্যমেলার সন্নিকটে ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ানোর অভিযোগে নাসির উদ্দিন (৩৫) ও আরিফ হোসেন (৩০) নামে দুই ভাইকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে হাজতে প্রেরণ করেছে। গত শুক্রবার দুপুর একটার দিকে দামুড়হুদা মডেল থানা পুলিশ এদেরকে দর্শনা পুরাতন বাজার এলাকা থেকে আটক করে। গ্রেফতারকৃতরা উপজেলার দর্শনা কলেজ পাড়ার মুত. সাদেক শরীফের ছেলে। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দর্শনা কলেজ মাঠে সপ্তাহ ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে একুশে নাট্য উৎসব। এই নাট্য উৎসব দেখতে প্রতি রাতে বিভিন্ন এলাকা থেকে দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ উপস্থিত হচ্ছে। মহান একুশের এই উৎসব পন্ড করতে সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করতে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে অনুষ্ঠান চলাকালীন সময় অনুষ্ঠান স্থলের কাছাকাছি স্থানে কে বা কারা একটি ককটেলের বিষ্ফোরণ ঘটায়। এতে আতঙ্কিত হয়ে সাধারণ মানুষ যে যার মত নাট্য উৎসব এলাকা ছেড়ে পালিয়ে যায়। অনুষ্ঠানে পাহারারত পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলেও সাথে সাথে কাউকে আটক করা সম্ভব হয়নি। এবিষয়ে রাতেই পুলিশ বাদী হয়ে থানায় বিষ্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করে। তবে নাম প্রকাশ না শর্তে স্থানীয় কয়েকজন পুলিশকে জানান, ঘটনাস্থলের আশেপাশে ককটেল বিষ্ফোরণের আগে ও পরে নাসির উদ্দিন ও আরিফ হোসেনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেছে। স্থানীয় লোকজনের দেওয়া তথ্যের ভিত্তিতে নাসির ও আরিফকে এই ককটেল বিষ্ফোরণের সাথে জড়িত সন্দেহে আটক করা হয়েছে। ওসি জানান, তাদেরকে শুক্রবার বেলা ৩টার দিকে আদালতে হাজির সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাদের জেল হাজতে আটক রাখার আদেশ দেন। অপরদিকে, গ্রেফতারকৃত দু’ভাই নাসির ও আরিফ বলেন, আমরা এঘটনা সম্পর্কে কিছুই জানিনা। এসময় তারা দু’ভাই কান্নায় ভেঙ্গে পড়েন।



কমেন্ট বক্স
notebook

পানি খেতে গিয়ে বিদ্যুতের ফাঁদে যুবকের মৃত্যু