বঙ্গবন্ধু ছাত্র পরিষদের উদ্যোগে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ
- আপলোড তারিখঃ ০২-০৪-২০২০ ইং
সমীকরণ প্রতিবেদন:
বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে দিনমজুরদের মধ্যে বিনা মূল্যে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকের সহযোগিতায় বৃহস্পতিবার (০২ এপ্রিল) সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল প্রাঙ্গণে দিনমজুরদের মধ্যে এ মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের নেতা অয়ন হাসান জোয়ার্দ্দার, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ও সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান হিমেল মল্লিক, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক ওয়াসি হাসান রাজিব, জেলা ছাত্রলীগের সাবেক স্কুল ও ছাত্রবিষয়ক সম্পাদক রাজু আহাম্মেদ, আলিফ জোয়ার্দ্দার, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সহসভাপতি সিরাজুল ইসলাম মিণ্টু, দপ্তর সম্পাদক আল নোমান, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ, ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আরেফিন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মী অন্তর প্রমুখ।
কমেন্ট বক্স