বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার কুঠিপাইকপাড়ায় হিন্দু নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

  • আপলোড তারিখঃ ০২-০৪-২০২০ ইং
আলমডাঙ্গার কুঠিপাইকপাড়ায় হিন্দু নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গার উপজেলার ঘোলদাড়ি কুঠিপাইকপাড়ায় রাতের আধারে ঘরে ঢুকে হিন্দু নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাতেই আক্তারুল (৪০) নামের অভিযুক্ত ব্যক্তিকে গ্রাম্য সালিশের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, আলমডাঙ্গার উপজেলার আইলহাঁস ইউনিয়নের ঘোলদাড়ি কুঠিপাইকপাড়ার সাত্তার আলী ছেলে আক্তারুল বুধবার রাতে একই গ্রামের কুমার দাসের স্ত্রী রূপদাসীর (৪৫) ঘরে প্রবেশ করে তাঁকে ধর্ষণচেষ্টা চালা। এ সময় ওই নারীর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে আক্তারুল পালিয়ে যান। এ ঘটনার পর রাতেই গ্রাম্য সালিশের আয়োজন করা করে গ্রামবাসী। ওই গ্রাম্য সালিশে আক্তারুলকে ১০ হাজার টাকা জরিমানা করেন গ্রাম্য সালিশের বিচারকগণ। এ নিয়ে এলাকাজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এ ব্যাপারে ঘোলদাড়ি ফাঁড়ি পুলিশের ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) রাজু আহমেদ জানান, 'এ ব্যাপারে আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'


কমেন্ট বক্স
notebook

বিপজ্জনক আগামী ২৪ ঘণ্টা