বুধবার, ১৮ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা শহর জীবাণু মুক্ত করতে কেরু এন্ড কোম্পানির স্যানিটাইজার স্প্রে

  • আপলোড তারিখঃ ৩১-০৩-২০২০ ইং
দর্শনা শহর জীবাণু মুক্ত করতে কেরু এন্ড কোম্পানির স্যানিটাইজার স্প্রে
দর্শনা অফিস: কেরু এন্ড কোম্পানির উদ্যোগে করোনাভাইরাস-এর বিস্তার রোধে দর্শনা পৌর শহরের বিভিন্ন সড়কে ট্রাকযোগে জীবাণু মুক্তকরণে হ্যান্ড স্যানিটাইজার স্প্রে করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে দর্শনা পুরাতন বাজার, দর্শনা-মুজিবনগর সড়কে স্যানিটাইজার স্প্রে করে এ কার্যক্রমের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। এ সময় উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু, কেরু এন্ড কোম্পানির জিএম (প্রশাসন) শেখ শাহাবুদ্দিন, আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেন, দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আওয়াল হোসেন, সাবেক সভাপতি ইকরামুল হক পিপুল ও সাংবাদিক আহসান হাবিব মামুন, রয়েল ও ফরহাদ হাসান প্রমুখ। দর্শনা কেরু এন্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জাহেদ আলী আনছারী বলেন, ‘পরবর্তীতে ট্রাকযোগে দর্শনা বাসস্ট্যা- ও কেরু অঞ্চলসহ পুরো দর্শনা পৌর এলাকার সড়ক ও মহাসড়ক জীবাণু মুক্ত করতে হ্যান্ড স্যানিটাইজার স্প্রে করা হবে।’


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ