২ শ কর্মহীন পরিবারের পাশে গাংনী পৌর ছাত্রলীগ
- আপলোড তারিখঃ ৩১-০৩-২০২০ ইং
গাংনী অফিস:
মেহেরপুরের গাংনী উপজেলায় ব্যতিক্রম এক উদ্যোগ নিয়ে প্রশংসা কুড়াল গাংনী ছাত্রলীগ। করোনার কারণে সরকার সারা দেশে লকডাউন ঘোষণা করায় হতদরিদ্র মানুষেরা কর্মহীন হয়ে পড়ে। তাই গাংনী পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ নিজেদের পকেট খরচ বাঁচিয়ে, সেই অর্থ দিয়ে অসহায় হতদরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করে। গতকাল মঙ্গলবার বিকেলে গাংনী কাথুলী মোড়ে প্রধান অতিথি হিসেবে থেকে এ খাদ্যসামগ্রী বিতরণের উদ্বোধন করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এম এ খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এই প্রশংসনীয় উদ্যোগের উদ্যোক্তা গাংনী পৌর ছাত্রলীগের সভাপতি ইমরান হাবিব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, গাংনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু প্রমুখ। প্রায় ২ শ কর্মহীন পরিবারের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
কমেন্ট বক্স