আগুনে পুড়ে রান্না ঘরেই অঙ্গার গৃহবধু টুকটুকি
- আপলোড তারিখঃ ৩১-০৩-২০২০ ইং
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নাকোইল গ্রামে অগ্নিকা-ে দগ্ধ হয়ে টুকটুকি বেগম (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন নিহতের মা শিউলী বেগম ও স্বামী স্বপন জোয়ারদার। এ ছাড়া আগুন দেখে হৃদরোগে আক্রান্ত হয়েছেন ওবাইদুল ইসলাম ওরফে চোনে জোয়ারদার। গতকাল মঙ্গলবার দুপুরে নাকোইল গ্রামের জোয়ারদারপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, নাকোইল গ্রামের স্বপন জোয়ার্দ্দারের স্ত্রী টুকটুকি বেগম রান্না করছিলেন। হঠাৎ আগুন ধরে মুহূর্তের মধ্যে তা আশপাশের বাড়ী ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে পুড়ে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান গৃহবধু টুকটুকি। মেয়েকে বাঁচাতে গিয়ে মারাত্মক দগ্ধ হয় টুকটুকি বেগমের মা শিউলি বেগম ও স্বামী স্বপন জোয়ারদার। পুড়ে যায় ১০/১২টি বাড়ি। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে শিউলী বেগমের অবস্থা সংকটজনক। তার শরীরের ৯০ ভাগ পুড়ে গেছে বলে স্থানীয় ইউপি মেম্বর জাহিদুল ইসলাম জানান। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দিলীপ কুমার সরকার জানান, আগুনে স্বপন জোয়ারদার, চোনে জোয়ারদার, এমদাদুল জোয়ারদার, নজির উদ্দিন জোয়ারদার ও উসমান জোয়ারদারের বাড়ি পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট-সার্টিক থেকে এ আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কমেন্ট বক্স