গাংনীতে ইয়াবাসহ ইদ্রিস আটক, কনস্টেবল জখম
- আপলোড তারিখঃ ২০-০৩-২০২০ ইং
গাংনী অফিস:
মেহেরপুরের গাংনী থানার পুলিশ অভিযান চালিয়ে মাদক পাচারকারী ইদ্রিস আলীকে (৫৫) আটক করেছে। গত বুধবার মধ্যরাতে পুলিশের একটি টিম ইদ্রিস আলীকে স্থানীয় মোহাম্মদপুর গ্রাম থেকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় ৮২ পিস ইয়াবা। অভিযানকালে ইদ্রিস আলীর ধারালো অস্ত্রের আঘাতে কনস্টেবল সাইফুল ইসলাম জখম হয়েছেন। পাচারকারী ইদ্রীস আলী গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, ইদ্রিস আলী ইয়াবা নিয়ে বিক্রির জন্য তাঁর বাড়িতে অবস্থান করছিলেন। গোপনে খবর পেয়ে পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে তাঁকে আটক করে। এ সময় ইদ্রিসের ধারালো অস্ত্রের আঘাতে কনস্টেবল সাইফুল ইসলাম জখম হন। তাঁকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
কমেন্ট বক্স