গাংনীতে হোম কোয়ারেন্টাইন পালনে সচেতনতামূলক অভিযান
- আপলোড তারিখঃ ২০-০৩-২০২০ ইং
গাংনী অফিস:
মেহেরপুরের গাংনীতে প্রবাস ফেরতদের বাড়িতে সচেতনতামূলক অভিযান চালিয়েছে গাংনী উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা রহমান করোনাভাইরাস রোগী চিহ্নিত ও এর বিস্তার যেন এলাকায় ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য গাংনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম মালসাদহ গ্রামে অভিযান চালান। এ সময় গ্রামের ইউনুচ আলীর ছেলে সুমন (সিঙ্গাপুর প্রবাসী), একই পাড়ার রফিকুল ইসলামের ছেলে (সিঙ্গাপুর প্রবাসী), নাজমুল হক এবং বামুন্দি ইউনিয়নের কাতার প্রবাসী নিশিপুর স্কুলপাড়া গ্রামের মৃত আলফাজ আলীর ছেলে আব্দুর রহমানের বাড়িতে জরুরি অভিযান চালান। ইউএনও তাঁদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। এ সময় গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিয়াজুল আলমসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্য কর্মকর্তা ও কর্মচারীরা এবং গাংনী থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল। এ ভাইরাস থেকে মুক্তি ও জনগণকে রক্ষা পাওয়ার জন্য হোম কোয়ারেন্টাইন পালনের সরকারি নির্দেশ রয়েছে। তারপরও অনেকে ১৪ দিনের এ হোম কোয়ারেন্টাইন পালন করছেন না। এমন অভিযোগের ভিত্তিতে গাংনী উপজেলা প্রশাসন মাঠে নেমেছেন এবং অভিযান পরিচালনা করছেন এবং এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।
কমেন্ট বক্স