মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় তিন ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ২০-০৩-২০২০ ইং
আলমডাঙ্গায় তিন ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় ৩ জনকে পৃথকভাবে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার পৃথক সময়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন আলী। সকাল ১০টায় আলমডাঙ্গা বাজারে অভিযান চালিয়ে মৃত দুলাল পালের ছেলে উত্তম হোটেলের মালিক উত্তমকে ভোক্তা অধিকার আইনে হোটেল অপরিষ্কার-অপরিছন্নতার কারণে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিন চাল বাজারে হঠাৎ চালের দাম বৃদ্ধির খবর পেয়ে বেলা সাড়ে তিনটার দিকে অভিযান চালানো হয়। এ সময় গোবিন্দপুর গ্রামের মৃত তারাচান্দের ছেলে চাল ব্যবসায়ীর দোকানে সামনে ভ্রাম্যমাণ আদালত বিসিয়ে ভোক্তা অধিকার আইনে চাল ব্যাবসায়ী ছোট বাবুকে ১০ হাজার টাকা এবং একই আইনে এরশাদপুর গ্রামের মৃত ওহিদুল ইসলামের ছেলে চাল ব্যবসায়ী আলী আকবরকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) সিদ্ধার্থ, খাদ্যপরিদর্শক রাকিবুল ইসলাম, ওসিএলএসডি মিয়ারাজ হোসেন প্রমুখ।


কমেন্ট বক্স