শুক্রবার, ১৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে বিএনপির উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনামূলক লিফলেট বিতরণ

  • আপলোড তারিখঃ ২০-০৩-২০২০ ইং
মেহেরপুরে বিএনপির উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনামূলক লিফলেট বিতরণ
মেহেরপুর অফিস: মেহেরপুরে করোনাভাইরাস সম্পর্কে জনসচেতনামূলক লিফলেট বিতরণ করেছে মেহেরপুর জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুনের নেতৃত্বে জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে শুরু করে শহরের বিভিন্ন পয়েন্টে সর্বসাধারণের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ থেকে কীভাবে মুক্ত থাকা যায়, সেই নির্দেশনা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। এ সময় পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, সাধারণ সম্পাদক কাউছার অলী, মেহেরপুর জেলা স্বেছাসেবক দলের সভাপতি তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক আজমল হোসেন মিণ্টু, গাংনী উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মালেক চপল, মুজিবনগরের আহ্বায়ক আবুল হাসান, সদস্যসচিব আনারুল ইসলাম, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক লিয়াকত আলী, সদস্যসচিব কামরুজ্জামান বিপ্লব, গাংনী পৌর আহ্বায়ক সাহিদুল ইসলাম, সদস্যসচিব এনামুল হক, মেহেরপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সাঈদ বিন রফিক সিজার, মেহেরপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফাহিম আহনাফ লিংকন, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বখতিয়ার খালিদ বুলবুল, সদস্যসচিব রাশেদুল ইসলাম রাজন, মুজিবনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আকিব জাভেদ সেনজির, সদস্যসচিব আজিজুর রহমান আফিরুলসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

বিচারপতির বাসভবন, সুপ্রিমকোর্ট এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা