মুজিববর্ষে প্রতিভার খোঁজে শাইন ক্লাবের প্রতিযোগিতা
- আপলোড তারিখঃ ০৯-০৩-২০২০ ইং
জীবননগর অফিস:
জীবননগরে ‘মুজিববর্ষে প্রতিভার খোঁজে শাইন ক্লাব-২০২০’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় জীবননগর শাইন ক্লাবের আয়োজনে দৌলৎগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন হয়। জীবননগর শাইন ক্লাবের সভাপতি শাহ শরিফুল ইসলাম ছোট বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জীবননগর থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদর রহমান, সাংবাদিক কাজী শামসুর রহমান চঞ্চল ও জীবননগর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি আ. রাজ্জাক। এ ছাড়া উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সদস্য আবুল কালাম আযাদ, ইকরামুল হক, আ. রাজ্জাক বুদো, চাষী রমজান, মাহফুজ, আতিক, মামুন, মোশারফ হোসেন, আলম হোসেন, খুশি প্রমুখ। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল দৈনিক সময়ের সমীকরণ, দৈনিক নবচিত্র ও টেন মিনিটস। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক মিঠুন মাহমুদ।
কমেন্ট বক্স