বুধবার, ১৮ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ‘মাদকে না বলি, বাল্যবিবাহ বন্ধ করি’ প্রতিপাদ্যে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৯-০৩-২০২০ ইং
জীবননগরে ‘মাদকে না বলি, বাল্যবিবাহ বন্ধ করি’ প্রতিপাদ্যে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
প্রতিবেদক, মনোহরপুর: জীবননগর মনোহরপুর যুবসমাজের আয়োজনে এসএস ক্যাবল নেটওয়ার্ক ও খান জুয়েলার্সের সৌজন্যে ‘মাদকে না বলি, বাল্যবিবাহ বন্ধ করি’ এ প্রতিপাদ্যে রাত্রিকালীন শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে বান পুকুর-সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় খান জুয়েলার্স ১০ ওভারে ১২১ রানের লক্ষে খেলতে নেমে ৪ উইকেট হারিয়ে রয়েল বেঙ্গল টাইগার্সকে ৭ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলা পরিচালনা করেন লিপটন ও হিরো। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। খান জুয়েলার্সের স্বতাধিকারী সাইদ হাসানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খান সুরোদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন মনোহরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান কুড়োন, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, এবিসি বাংলা টেলিভিশনের উপস্থাপক আসিফ আনজুম পিয়াস, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি ফয়জুর রহমান খান নয়ন, ইয়াছিন, মনোহরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আনিচুর রহমান শিমুল, খালিদ, ইমন, প্রান্ত প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ