বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ওষুধ নেওয়া হলো না বৃদ্ধার!

  • আপলোড তারিখঃ ২৬-০২-২০২০ ইং
চুয়াডাঙ্গায় ওষুধ নেওয়া হলো না বৃদ্ধার!
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসে রুকিলা বেগম (৫০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার হাসপাতালে বহির্বিভাগে চিকিৎসা নিতে এসে অসুস্থ হয়ে পড়লে বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত রুকিলা বেগম জীবননগর উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত রবিউল ইসলামের স্ত্রী। জানা যায়, মঙ্গলবার সকালে বেয়ান শুকতারার সঙ্গে রুকিলা বেগম চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আসেন নিজের বিভিন্ন শারীরিক সমস্যার জন্য চিকিৎসা করাতে। হাসপাতালের টিকেট কাউন্টার থেকে টিকেট নেওয়ার পর রুকিলা বেগম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। শুকতারা তাঁকে হাসপাতালের এক্স-রে কক্ষের টয়লেটে নিয়ে যান। সেখানে বৃদ্ধা রুকিলা বেগম মাথা ঘুরে পড়ে যায়। পরে তাঁকে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নুরুন্নাহার খানম তাঁকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। শুকতারা জানান, ‘রুকিলা বেগম দীর্ঘদিন যাবত নানা রোগে আক্রান্ত ও বেশিরভাগ সময় অসুস্থ থাকতেন। গত সপ্তাহে রুকিলা জলবসন্ত (পক্স) থেকে সুস্থ হয়েছে। তবে এখনও সম্পূর্ণ সুস্থ না হওয়ায় হাসপাতালে নিয়ে এসেছিলাম কিছু ওষুধ নেওয়ার জন্য।’ এ বিষয়ে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নুরুন্নাহার খানম জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এক বৃদ্ধাকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তবে জরুরি বিভাগে নেওয়ার পূর্বেই ওই বৃদ্ধার মৃত্যু হয়। এদিকে, সকালেই পরিবারের সদস্যরা নিহতের লাশ নিয়ে হাসপাতাল ত্যাগ করেন।


কমেন্ট বক্স
notebook

ভারতে ২৪২ জন যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত