আন্দুলবাড়ীয়ায় তিন শতাধিক কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা
- আপলোড তারিখঃ ১৫-০২-২০২০ ইং
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের গ্যাংকোয়াটার নামক মাঠে পূর্ব শত্রুতার জের ধরে রাতের আধারে আকমান আলী নামের এক প্রান্তিক চাষীর এক বিঘা জমির তিন শতাধিক কলাগাছ কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার দিনগত রাতে এ ঘটনা ঘটে।
খেত মালিক ক্ষতিগ্রস্থ ঐ চাষি আকমান আলী জানান, ‘শুক্রবার সকালে খবর পেয়ে আমার কলাবাগান যেয়ে দেখি আমার এক বিঘা জমির প্রায় তিন শ কলাগাছ কেটে দিয়েছে কে বা কারা। আমি এবিষয়ে পুলিশের কাছে অভিযোগ করব।’
কমেন্ট বক্স