বুধবার, ১৮ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে দুটি ইটভাটা মালিককে অর্থদণ্ড!

  • আপলোড তারিখঃ ১৪-০১-২০২০ ইং
জীবননগরে দুটি ইটভাটা মালিককে অর্থদণ্ড!
নিজস্ব প্রতিবেদক: জীবননগরে ভ্রাম্যমাণ আদালত দুটি ইটভাটায় অভিযান চালিয়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল সোমবার জীবননগর উপজেলার দুটি ইট ভাটায় এ অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, জীবননগরের বাঁকা ইউনিয়নের মুক্তারপুরের এএনজেএম বিক্সে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। অভিযানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদ। এ সময় ভাটার মালিক জাহাঙ্গীর আলমকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৪/১৪, ৫/১৫/ ও ৬/১৮ ধারায় দেড় লাখ টাকা জরিমানা করা হয়। অপর দিকে, জীবননগরের সীমান্ত ইউনিয়নের বেনীপুরের এমএআর ব্রিক্সে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। অভিযানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন। এ সময় ভাটার মালিক আসাদুল হককে ৪/১৪ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করেন।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ