মেহেরপুরে বাংলাদেশ-ভারত নজরুল সম্মেলন উপলক্ষে আলোচনা সভা, র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- আপলোড তারিখঃ ১৪-০১-২০২০ ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলা নজরুল একাডেমির আয়োজনে বাংলাদেশ-ভারত নজরুল সম্মেলন উপলক্ষে আলোচনা সভা, র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় মেহেরপুর শহীদ সামসুজ্জোহা নগর উদ্যানে মফিজুর রহমান মুক্তমঞ্চে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা নজরুল একাডেমির সভাপতি ড. গাজী রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নজরুল একাডেমির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিণ্টু রহমান। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহা. সাইদুর রহমান। সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. শামস্ আল্দীনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মেহেরপুর জেলা নজরুল একাডেমিরর সাধারণ সম্পাদক আব্দুল মজিদ। এর আগে মেহেরপুর জেলা নজরুল একাডেমির আয়োজনে ভারত থেকে আসা শিল্পীদের সংবর্ধনা প্রদান কর হয়।
এদিন মেহেরপুর জেলা নজরুল একাডেমির আয়োজনে বাংলাদেশ-ভারত নজরুল সম্মেলন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। গতকাল সোমবার বিকেলে মেহেরপুর শহীদ শামসুজ্জোহা নগর উদ্যান থেকে র্যালিটি বের হয়ে প্রধান সড়কে হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়। মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলামের নেতৃত্বে র্যালিতে অন্যদের মধ্যে নজরুল একাডেমির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মিণ্টু রহমান, নজরুল একাডেমির মেহেরপুর জেলা শাখার সভাপতি ড. গাজী রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহা. সাইদুর রহমান, নজরুল একাডেমির জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর শামস আল দীন, মেহেরপুর জেলা শাখার সদস্য আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যারাতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কমেন্ট বক্স