গাংনীতে প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন
- আপলোড তারিখঃ ১৪-০১-২০২০ ইং
গাংনী অফিস:
মেহেরপুরের গাংনীতে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে গাংনী উপজেলা পরিষদ চত্বরে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক। উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর হাবিবুল বাশার। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মেলায় ১৯টি স্টল স্থান পেয়েছে।
কমেন্ট বক্স