মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মিথ্যা বলা খারাপ অভ্যাস

  • আপলোড তারিখঃ ২১-১২-২০১৯ ইং
মিথ্যা বলা খারাপ অভ্যাস
ধর্ম প্রতিবেদন: মানুষের যাবতীয় খারাপ স্বভাবের মাঝে সবচেয়ে অধিক নিকৃষ্ট, ঘৃণিত ও অভিশপ্ত প্রভাব হচ্ছে মিথ্যা কথা বলার অভ্যাস। মিথ্যা চাই মুখেই বলা হোক অথবা কাজের দ্বারা প্রকাশ পাক- সেটা একই কথা। মিথ্যা ও অসত্য মানুষের ভদ্র, সুন্দর ও শালীন আচরণের বিপরীত কাজ। মিথ্যা ভয়াবহ কারণও বটে। এ জন্য যে ব্যক্তি মিথ্যাবাদী হয়, তার অন্তর থেকে আল্লাহর হেদায়েতের আলো দূরীভূত হয়ে যায়। তার অন্তর অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। এ প্রসঙ্গে কোরানে কারিমে ইরশাদ হচ্ছে, ‘নিশ্চয়ই আল্লাহ ওই ব্যক্তিকে পথ দেখান না, যে মিথ্যাবাদী ও অবিশ্বাসী।’ মিথ্যা প্রসঙ্গে হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মিথ্যা গোনাহের দিকে নিয়ে যায় এবং গুনাহ দোজখে নিয়ে যায় এবং মিথ্যা বলতে বলতে মানুষ আল্লাহর দরবারে মিথ্যাবাদীরূপে চিহ্নিত হয়ে যায়।’ -সহিহ বোখারি


কমেন্ট বক্স