জীবননগরে ভাতিজার হাতে চাচা খুন!
- আপলোড তারিখঃ ২০-১২-২০১৯ ইং
জীবননগর অফিস:
জীবননগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজার শাবলের আঘাতে চাচা ই¯্রাফিল হোসেন (৫০) নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে এ হামলার ঘটনা ঘটে। পরে মূমুর্ষ অবস্থায় ই¯্রাফিল হোসেনকে যশোর হাসপাতালে নেওয়া হলে বিকেল চারটার দিকে তাঁর মৃত্যু হয়।
প্রতিবেশী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কয়া গ্রামের মাঝপাড়ার মৃত ইদ্রিস আলী ম-লের ছেলে ই¯্রাফিল হোসেন ও ইব্রাহিম আলীর সঙ্গে শরীকি জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ জমি নিয়ে গতকাল সকালে বিবাদ বাঁধলে ভাতিজা মিলন তাঁর চাচা ই¯্রাফিলের ওপর হামলা করেন। একপর্যায়ে তিনি শাবল দিয়ে ই¯্রাফিলের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারান। মূমুর্ষ অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে। এ ঘটনার পর ভাতিজা বাড়ি ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে। এ ঞটনায় আরও আহত হয়েছেন আব্দুল মজিদের ছেলে খলিলুর রহমান (২৭), শফিকুল ইসলাম (৩৫), মৃত. ইদ্রিস ম-লের ছেলে ইব্রাহিম ম-ল (৬০), ইব্রাহিমের ছেলে মোস্তাফিজুর রহমান (৩০) ও ইসমাইল হোসেন (২৮)। আহত ব্যক্তিদের মধ্যে ইব্রাহিম ও মোস্তাফিজুর জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।
কয়া গ্রামের সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, লাশ পুলিশ হেফাজতে আছে। ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে। দুজন আসামি পুলিশ হেফাজতে চিকিৎসাধীন আছে। অন্য আসামিদের ধরতে পুলিশি তৎপরতা অব্যাহত আছে।
কমেন্ট বক্স