নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা প্রেসক্লাবে তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও এফবিসিসিআইয়ের পরিচালক এবং বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গার কৃতি সন্তান দিলীপ কুমার আগরওয়ালা শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের তৃতীয় তলায় ‘দিলীপ কুমার আগরওয়ালা’ মিলনায়তনের নির্মাণ কাজের উদ্বোধন করেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় চুয়াডাঙ্গা প্রেস ক্লাব মিলনায়তনে ক্লাব সভাপতি আজাদ মালিতার সভাপতিত্বে এক অনুষ্ঠানের মাধ্যমে শীতবস্ত্র বিতরণ ও নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফাইজার চৌধুরীসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও এফবিসিসিআইয়ের পরিচালক এবং বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গার কৃতি সন্তান দিলীপ কুমার আগরওয়ালা বলেন ‘ আমার ব্যবসায়িক সফলতার জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সবচেয়ে বড় সদ্ভাব রয়েছে। সে কারনে মিডিয়ার প্রতি আমার দুর্বলতা রয়েই গেছে। এরই কারনে নিজস্ব জমিতে নির্মিত চুয়াডাঙ্গা প্রেসক্লাবের উন্নয়নের ক্ষেত্রে আমার চেষ্টা অব্যাহত থাকবে। এরপর দিলীপ কুমার আগরওয়ালা চুয়াডাঙ্গার শহরতলী দৌলাতদিয়াড়ে অবস্থিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ এর উদ্বোধন এবং তারা দেবী ফাউন্ডেশনের পক্ষে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় শিক্ষা নিতে আসা সেখানকার শিশুদের শ্রেনী কক্ষ সঙ্কট কাটাতে তিনি একটি শ্রেনী কক্ষ নির্মাণ ও শিক্ষা উপকরণ দেওয়ার প্রতিশ্রুতি দেন। এ অনুষ্ঠানের আগে ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও এফবিসিসিআইয়ের পরিচালক এবং বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গার কৃতি সন্তান দিলীপ কুমার আগরওয়ালা চুয়াডাঙ্গা জেলা শিল্প ও বণিক সমিতি কার্যালয়ে শীতবস্ত্র বিতরণের পর সমিতির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন।