দর্শনায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী হাসান আটক
- আপলোড তারিখঃ ১৮-১১-২০১৯ ইং
দর্শনা অফিস:
দর্শনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই বোতল ফেনসিডিলসহ হাসানুজ্জামান ওরফে হাসান (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার বেলা দেড়টার দিকে দর্শনা আনোয়ারপুর দারোয়ান মসজিদের নিকট থেকে তাঁকে আটক করা হয়। আটক হাসান দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর বাসস্ট্যান্ড পাড়ার রুহুল আমিনের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহবুবুর রহমানের নের্তৃত্বে সহকারী উপপরিদর্শক (এএসআই) মারুফ হোসেন ও এএসআই আনোয়ার ফোর্স নিয়ে দর্শনা আনোয়ারপুর দারোয়ান মসজিদের সড়কে মাদকবিরোধী অভিযান চালান। এ সময় দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর বাসস্ট্যান্ড পাড়ার রুহুল আমিনের ছেলে হাসানুজ্জামানের কাছ থেকে মাদক বিক্রির ৩ হাজার ৭৮০ টাকা ও ২ বোতল ফেনসিডিলসহ তাঁকে আটক করেন তাঁরা। আটক হওয়া ব্যক্তির বিরুদ্ধে গতকালই মাদক আইনে মামলা করে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করেছে পুলিশ।
কমেন্ট বক্স