মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সিগারেট মালিককে ১০ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ০৬-১১-২০১৯ ইং
সিগারেট মালিককে ১০ হাজার টাকা জরিমানা
মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সিগারেট ও বিড়ি উদ্ধার মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার আলমপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পুরাতন স্বাস্থ্য সর্তকতা-সংবলিত সিগারেট উদ্ধার এবং সিগারেট মালিকের জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দিকে এ অভিযান পরিচালিত হয়। জানা যায়, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার আলমপুর গ্রাম থেকে ২৫ হাজার মেরেজ সিগারেট, ৩ হাজার রেক্সন সিগারেট এবং ৫ হাজার আবুল বিড়ি উদ্ধার করেন। পরে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলামের নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম জানান, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ২০০৫-এর ১০এট ২ এবং ৯ এর(১)ঙ ধারায় ইসরাইল হোসেন নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তিনি টাকা দিতে না পারায় তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। ইসরাইল হোসেন সাতক্ষীরা জেলার রুদ্রনগর গ্রামের নুর ইসলামের ছেলে। উদ্ধার হওয়া সিগারেট আবুল খায়ের গ্রুপের।


কমেন্ট বক্স