আজ মেহেরপুরে আসছেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন
- আপলোড তারিখঃ ১৭-১০-২০১৯ ইং
মেহেরপুর অফিস:
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন চার দিনের সরকারি সফরে মেহেরপুরে আসছেন। চার দিনের এ সফরকালে তিনি মেহেরপুরের বিভিন্ন সরকারি, বেসরকারি ও দলীয় অনুষ্ঠানে অংশ নেবেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. রেজাউল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। সফরসূচির মধ্যে রয়েছে আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটায় ঢাকা বেইলি রোডস্থ সরকারি বাসভবন থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে যশোরের উদ্দেশে রওনা হবেন প্রতিমন্ত্রী। যশোর থেকে সড়ক পথে ঝিনাইদহ হয়ে মেহেরপুর নিজ বাসভবনে রাত ১০টায় পৌঁছাবেন। পরের দিন শুক্রবার সকাল সাড়ে ১০টায় মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মেহেরপুর জেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইসিস ও জন্মগত হৃদরোগাক্রান্ত ব্যক্তিদের মধ্যে এককালীন চিকিৎসা সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। ১৯ অক্টোবর শনিবার বেলা ১১টায় মেহেরপুর কালেক্টরেট প্রাঙ্গণে ঘুর্নিঝড় ফণীর প্রভাবে ও পরবর্তী কালবৈশাখী ঝড়ে মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। দুপুর ১২টায় মেহেরপুর পৌর ভূমি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করবেন। ২০ অক্টোবর রোববার ৬.১০ মিনিটে যশোর বিমান বন্দরের উদ্দেশে মেহেরপুর ত্যাগ করবেন।
কমেন্ট বক্স