শনিবার, ২১ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে আমড়াগাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

  • আপলোড তারিখঃ ১৭-১০-২০১৯ ইং
কালীগঞ্জে আমড়াগাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু
প্রতিবেদক, কালীগঞ্জ (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে আমড়াগাছ থেকে পড়ে আব্দুল কাদির (৬৩) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বেলা দুইটার দিকে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের অনুপমপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত ফকির আলী বিশ্বাসের ছেলে। নিহত ব্যক্তির ভাই স্কুলশিক্ষক দলিল উদ্দীন জানান, তাঁর বড় ভাই আব্দুল কাদির গতকাল বেলা দুইটার দিকে বাড়ির পাশের একটি আমড়াগাছে উঠে আমড়া পাড়ছিলেন। এ সময় পায়ের ভর দেওয়া ডালটি ভেঙে তিনি নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। এরপর তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


কমেন্ট বক্স