চুয়াডাঙ্গা ও মেহেরপুরে জাতীয় ইঁদুর নিধন অভিযান
- আপলোড তারিখঃ ১৭-১০-২০১৯ ইং
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে জাতীয় ইঁদুর নিধন অভিযান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার পৃথক আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘আসুন সম্পদ ও ফসল রক্ষায় সম্মিলিতভাবে ইঁদুর নিধন করি’।
আলমডাঙ্গা:
‘আসুন সম্পদ ও ফসল রক্ষায় সম্মিলিতভাবে ইঁদুর নিধন করি’ এ প্রতিপাদ্যে আলমডাঙ্গায় জাতীয় ইঁদুর নিধন অভিযান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আয়ুব হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানার উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন সর্বোচ্চ ইঁদুর নিধনকারী কৃষক বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী, উপজেলা খাদ্য কর্মকর্তা মোফাখখারুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনিছুর রহমান, উপজেলা খাদ্যগুদাম রক্ষক আবু বক্কর সিদ্দিক, উপসহকারী কৃষি কর্মকর্তা শাহিন রেজা, উপজেলা কৃষি অফিসের এসএপিপিও স্বপন কুমার সিংহ, উপসহকারী কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, শর্ষিতা তাবাচ্ছুম, রুপা আক্তার, তহমিনা পারভিন, আমিরুল ইসলাম, রহিমা খাতুন, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ্ আলম মণ্টু, সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম প্রমুখ।
জীবননগর:
‘আসুন সম্পদ ও ফসল রক্ষায় সম্মিলিতভাবে ইঁদুর নিধন করি’ এ প্রতিপাদ্যে জীবননগরে জাতীয় ইঁদুর নিধন অভিযান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, সীমান্ত ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন, উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার ও খাদ্য কর্মকর্তা আব্দুল খালেক। আলোচনা সভা শেষে উজেলার শ্রেষ্ঠ কৃষক হিসেবে কৃষক হযরত আলীর হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন নজরুল ইসলাম।
গাংনী:
মেহেরপুরের গাংনীতে ইঁদুর নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে গাংনী উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে দুটি ইঁদুর মারার মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান। কৃষি কর্মকর্তা কে এম সাহাব উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম ও উপজেলা খাদ্য কর্মকর্তা মতিয়ার রহমান। অনুষ্ঠানে উপসহকারী কৃষি কর্মকর্তা শাহীন রেজা জুয়েলসহ উপজেলার বিভিন্ন উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা আশরাফ।
কমেন্ট বক্স