বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে ফেনসিডিলসহ ক্লিনিকের মালিক আটক

  • আপলোড তারিখঃ ০৭-১০-২০১৯ ইং
ঝিনাইদহে ফেনসিডিলসহ ক্লিনিকের মালিক আটক
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর এলাকায় ৩৫ বোতল ফেনসিডিলসহ আবুল বাশার নামের এক ক্লিনিকের মালিককে আটক করেছে বিজিবি। আটক আবুল বাশার মহেশপুর উপজেলার সামন্তা গ্রামের সামছুল হকের ছেলে। আবুল বাশারের ভৈরব বাজার ও জিন্নাহনগর বাজারে মডার্ন ক্লিনিক নামের দুটি বেসরকারি হাসপাতাল আছে। মহেশপুরের খালিশপুর-৫৮ বিজিবির উপপরিচালক মেজর কামরুল হাসান গণমাধ্যমকর্মীদের জানান, গতকাল রোববার সকালে সামন্তা এলাকায় বিজিবি সদস্যরা টহল দিচ্ছিলেন। এ সময় ক্লিনিকের মালিক ও গ্রাম্য চিকিৎসক আবুল বাশার ফেনসিডিলসহ মোটরসাইকেলযোগে বাজারে যাচ্ছিলেন। বিজিবির টহল দল তাঁর ব্যাগ তল্লাশি করে ৩৫ বোতল ফেনসিডিল, নগদ ৩ হাজার টাকা ও ১৩৫ সিসি কালো রঙয়ের একটি ডিসকভার মোটরসাইকেল জব্দ করে। এ ব্যাপারে তাঁর নামে মহেশপুর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।


কমেন্ট বক্স