আলমসাধুর নিচে চাপা পড়ে কলেজছাত্র নিহত
- আপলোড তারিখঃ ০৭-১০-২০১৯ ইং
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাকোসপোতা নামক স্থানে স্যালোইঞ্জিনচালিত আলমসাধু উল্টে মিকাইল হোসেন (১৯) নামের এক ছাত্র নিহত হয়েছেন। পদ্মপুকুর শেখ হাসিনা ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মিকাইল হোসেন মহেশপুর উপজেলার সলেমানপুর গ্রামের সফি উদ্দীনের ছেলে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম জানান, গতকাল রোববার সকালে কলেজছাত্র মিকাইল নিজের জমির ২০ মণ করলা নিয়ে বিক্রির জন্য আলমসাধুযোগে ঝিনাইদহে যাচ্ছিলেন। স্যালোইঞ্জিনচালিত আলমসাধুটি মহেশপুরের বাকোসপোতা মাঠের মধ্যে পৌঁছালে রাস্তা খারাপের কারণে আলমসাধুটি উল্টে খাদে পড়ে যায়। এ সময় বস্তার নিচে চাপা পড়ে কলেজছাত্র মিকাইলের মৃত্যু হয়।
কমেন্ট বক্স