দেশের উন্নয়নে যুবলীগে যোগ দেওয়ার আহ্বান
- আপলোড তারিখঃ ২৭-০৯-২০১৯ ইং
নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন যুবলীগের কর্মী সমাবেশে নঈম জোয়ার্দ্দার
প্রতিবেদক, তিতুদহ:
চুয়াডাঙ্গা সদরের নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে কর্মী সমাবেশ ও ইউনিয়ন যুবলীগের পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ সমাবেশ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। গড়াইটুপি ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদুজ্জামান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার।
প্রধান অতিথির বক্তব্যে নঈম হাসান জোয়ার্দ্দার বলেন, ‘দেশের যুবকেরাই পারে দেশটাকে উন্নতির চরম শিখরে পৌঁছে দিতে। আর দেশের রাজনৈতিক দিক দিয়ে যুবলীগের ভূমিকা সবচেয়ে বেশি। এরাই দেশের কর্ণধার হিসেবে কাজ করছে এবং আগামীতেও করবে। তবে আওয়ামী যুবলীগের বিরুদ্ধে অনেক দিন থেকেই নানা ধরনের চক্রান্ত চলছে, তার প্রমাণ গড়াইটুপিতে গত ২২ মে একটি প্রোগ্রামে আওয়ামী লীগের কিছু অসাধু নেতা-কর্মী আমাদের অনুপস্থিতিতে দেশীয় অস্ত্র নিয়ে সমাবেশস্থল ভেঙে দিয়েছিল। তবে যতই তারা চক্রান্ত করুক না কেন, তারা কেউ রক্ষা পাবে না।’ তিনি আরও বলেন, দেশনেত্রীর সোনার বাংলাকে আরও সামনের দিকে এগিয়ে নিতে যুবলীগের গুরুত্ব অপরিসীম। যুবলীগের সঙ্গে যোগ দিয়ে কাজ করার জন্য সবাইকে আহ্বান জানান তিনি।
গড়াইটুপি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন চাঁদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সদস্য ও কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাখাওয়াত হোসেন টাইগার, আশাদুল হক আশা, চুয়াডাঙ্গা সদর থানা মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক ডা. নুরুল ইসলাম, সদর থানা আওয়ামী লীগের ত্রাণবিষয়ক সম্পাদক হানেফ মালিতা, তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন খোকন, তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী, আবুল কাশেম, আওয়ামী লীগের নেতা শফিকুজ্জামান রাজু, আবুল কালাম, আনারকলি, যুবলীগের নেতা ডা. ফজলুর রহমান ও এম রহমান।
অনুষ্ঠান শেষে নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন যুবলীগের নয়টি ওয়ার্ডের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা। পরে সন্ধ্যায় ইউপির খাড়াগোদা বাজারে যুবলীগের অফিস উদ্বোধন করা হয়।
কমেন্ট বক্স