সোমবার, ২৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

  • আপলোড তারিখঃ ২৭-০৯-২০১৯ ইং
মেহেরপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন
মেহেরপুর অফিস: বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি ও প্রাথমিক বিদ্যালয় শিক্ষক ঐক্য পরিষদ ঘোষিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ১১তম গ্রেড, প্রধান শিক্ষকদের ১০তম গ্রেডসহ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে মেহেরপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন জেলা শাখার সভাপতি গোলাম ফারুক। জেলা শাখা সম্পাদক জাহিদুর রহমান, উপজেলা সভাপতি মোহাম্মদ আলমগীর, সহকারী শিক্ষক পারভেজ সাজ্জাদ, মাজহারুল ইসলামসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকেরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসক মো. আতাউল গনি বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।


কমেন্ট বক্স