মেহেরপুর সদর উপজেলা জাতীয় পার্টির কমিটি গঠন
- আপলোড তারিখঃ ২৭-০৯-২০১৯ ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুর সদর উপজেলা জাতীয় পার্টির কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর বাসস্ট্যান্ডস্থ জেলা জাতীয় পার্টির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল হামিদ। সভায় বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি মোসলেম আলী, জেলা জাতীয় পার্টির প্রধান উপদেষ্টা কিতাব আলী, সহসভাপতি সামসুল হক, বাবলু হোসেন, নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক কামারুল ইসলাম, ইমাজ উদ্দিন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন, প্রচার সম্পাদক মামলত হোসেন, পৌর জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুর রাজ্জাক, গাংনী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জান মোহাম্মদ মিণ্টু, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে মো. কুতুব উদ্দিনকে সভাপতি, নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক, আরিফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক ও আমিরুল ইসলামকে প্রচার সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট মেহেরপুর সদর উপজেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা করা হয়।
কমেন্ট বক্স