গাংনীতে বিনা মূল্যে বৃক্ষ বিতরণ কর্মসূচির উদ্বোধন
- আপলোড তারিখঃ ০৬-০৯-২০১৯ ইং
গাংনী অফিস:
গাংনীতে বিনা মূল্যে বৃক্ষ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে গাংনী হাসপাতাল বাজারে ‘আলোর পথে যুব সংঘ’ নামের স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এ বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফিরোজ আহমেদ। সংগঠনটির প্রধান এহসানুল কবির সবুজের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা যুব উন্নয়নের ক্রেডিট অফিসার মোস্তাফিজুর রহমান, পৌর কাউন্সিলর মিজানুর রহমান, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, আওয়ামী লীগের নেতা এনামুল হক, যুবলীগের নেতা দেলোয়ার েেহাসেন মিঠু, এনডিএমের কেন্দ্রীয় নেতা জাবেদুর রহমান জনি প্রমুখ।
কমেন্ট বক্স