বুধবার, ১৮ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

রাত থেকেই ইসরায়েলে হামলা শুরু : হিজবুল্লাহ

  • আপলোড তারিখঃ ২৭-০৮-২০১৯ ইং
রাত থেকেই ইসরায়েলে হামলা শুরু : হিজবুল্লাহ
বিশ্ব ডেস্ক: ইসরায়েলে ভয়াবহ হামলা চালানোর হুমকি দিল লেবাননের শিয়া মুসলিমপন্থী সংগঠন হিজবুল্লাহ। সংগঠনের প্রধান হাসান নাসরাল্লার অভিযোগ, সম্প্রতি ইসরায়েলি ড্রোন হামলায় মারা গেছেন তাদের দুই সদস্য। সেই হত্যার প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ঘটনার সূত্রপাত, রবিবার। লেবাননের রাজধানী বেইরুটের দক্ষিণে শহরতলী এলাকায় হামলা চালায় দু’টি ইসরায়েলি ড্রোন। ঘনবসতিপূর্ণ এলাকায় হামলার জেরে নিহত হন দু’জন হিজবুল্লাহ সদস্য। আর সেই ঘটনাতেই উত্তেজনা বাড়ছে ওই এলাকায়। ইসরায়েলে পাল্টা হামলার হুমকি দিয়েছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লা। গতকাল সোমবার একটি টেলিভিশন বার্তায় হুঁশিয়ারির সুরে তিনি বলেন, সীমান্ত এলাকায় থাকা ইসরায়েলি সেনাদের বলব, আজ রাত থেকে তোমরা প্রস্তুত থেকো। আমাদের জন্য অপেক্ষা করো। তিনি আরও বলেন, ২০০৬ সালে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের পর এই প্রথম এমন শত্রুভাবাপন্ন আচরণ। এটা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের বিরোধী। ইসরায়েলি বিমান আসবে আর লেবাননের উপর হামলা চালিয়ে চলে যাবে এমন দিন আর নেই। যদিও লেবাননের আকাশসীমা লঙ্ঘন ও ঘনবসতিপূর্ণ এলাকায় হামলার অভিযোগ নিয়ে অবশ্য মন্তব্য করতে রাজি নয় ইসরায়েলি প্রশাসন। এই ঘটনার তীব্র বিরোধিতা করেছেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি। এমন ঘটনা ওই এলাকার স্থিতাবস্থা বজায় রাখার ক্ষেত্রে বিপজ্জনক হযে উঠবে বলে মন্তব্য করেছেন তিনি। পরিস্থিতি বেগতিক দেখে টনক নড়েছে আন্তর্জাতিক মহলেরও। লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরির সঙ্গে কথা বলেন মার্কিন পররাষ্ট্র সচিব মাইক পম্পেও। ওই এলাকায় উত্তেজনা কমানোর ব্যাপারে জোর দিতে বলেছেন তিনি। ২০০৬ সালে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে চৌত্রিশ দিনের যুদ্ধ চলে। ওই সংগঠনটিকে অবশ্য ইতিমধ্যেই ‘জঙ্গি’ তকমা দিয়েছে ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ