মেহেরপুরে সড়ক নির্মাণকাজের অনিয়ম, দুদকের অভিযান
- আপলোড তারিখঃ ২৬-০৮-২০১৯ ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি-খোকসা হয়ে গাড়াডোব সড়কের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ পাওয়ায় অভিযান চালিয়েছে দুদক। গতকাল রোববার দুপুরের দিকে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়কের বিভিন্ন স্থানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। মেহেরপুর সড়ক ও জনপথ বিভাগের এসডি তুষার কান্তি ঘটনাস্থলে কাজের মান নির্ণয় করেন এবং প্রাথমিক পর্যায়ে হওয়া কাজের মান সন্তোষজনক বলে তিনি দাবি করেন। তবে নাম প্রকাশ না করার শর্তে দুদকের এক সহকারী পরিচালক জানান, এ পর্যন্ত যে কাজ হয়েছে, তা বিশেষজ্ঞদের মতে ভালো কাজ হয়েছে। তবে ইটের গুণগত মানের বিষয়ে ল্যাব টেস্ট ছাড়া কিছু বলা যাবে না।
কমেন্ট বক্স