চুয়াডাঙ্গা পৌর শহরে কোথায় কখন হবে ঈদের জামাত
- আপলোড তারিখঃ ১১-০৮-২০১৯ ইং
বিশেষ প্রতিবেদক:
আগামীকাল পবিত্র ঈদুল আজহা। ইতিমধ্যে সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি। ঈদুল আজহায় চুয়াডাঙ্গা শহর ও আশপাশ এলাকার মুসল্লিদের সুবিধা বিবেচনা করে ঈদের নামাজের সময়সূচি নির্ধারণ করেছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। পবিত্র ঈদুল আজহা তথা কোরবানির ঈদ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে ২০ দফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার জেলার মোট ৭১৬টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তার মধ্যে চুয়াডাঙ্গা পৌর এলাকার ৩৮টি, সদর উপজেলায় ২১৩টি, আলমডাঙ্গা উপজেলায় ২৩৯টি, দামুড়হুদা উপজেলায় ১২৯টি এবং জীবননগর উপজেলায় ৯৭টি ঈদগাহ ময়দান রয়েছে।
চুয়াডাঙ্গার কেন্দ্রীয় জামাত অনুষ্ঠিত হবে ভি জে হাইস্কুল ময়দান প্রাঙ্গণে (চাঁদমারী মাঠ) সকাল ৮টায়, পৌর ঈদগাহ ময়দানে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায়, চুয়াডাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত করতে সার্বিক কার্যক্রম ও বাস্তবায়নে থাকবে চুয়াডাঙ্গা পৌর মেয়র ও ঈদগাহ পরিচালনা কমিটি। আলমডাঙ্গায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায় দারুস সালাম ঈদগাহ ময়দানে, দামুড়হুদায় প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় ডিএস দাখিল মাদরাসা ঈদগাহ ময়দানে, দর্শনায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় কেরুজ ফুটবল মাঠ প্রাঙ্গণে, জীবননগরে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায় জীবননগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে।
এদিকে, চুয়াডাঙ্গা পৌর এলাকায় সম্ভাব্য ৩৮টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এর মধ্যে সদর উপজেলা পরিষদে সকাল ৮টা ১৫ মিনিটে, পুলিশ লাইনস ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, কারাগার-সংলগ্ন ময়দানে সকাল ৮টায়, বুজরুকগড়গড়ি সি এ্যান্ড বি ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, হাটকালুগঞ্জ পুরাতন জামে মসজিদ ময়দানে সকাল ৮টা ৩০ মিনিটে, ভিমরুল্লাহ ঈদগাহ মাঠে সকাল ৮টা ১৫ মিনিটে, বড় বাজার জামে মসজিদে সকাল ৮টায়, রেল বাজার ওয়াইছি জামে মসজিদ প্রাঙ্গণে সকাল ৮টা ৩০ মিনিটে, কেদারগঞ্জ বেলায়েত হোসেন ঈদগায় সকাল ৮টায়, আদর্শ উচ্চবিদ্যালয় ময়দানে সকাল ৮টায়, ওয়াপদা টেনিস মাঠ প্রাঙ্গণে সকাল ৮টা ১৫ মিনিটে, সিনিয়র আলিয়া মাদরাসা প্রাঙ্গণে সকাল পৌনে ৯টা, বুজরুকগড়গড়ি মাদরাসা প্রাঙ্গণে সকাল ৮টায়, বুজরুকগড়গড়ি বনানী পাড়ায় সকাল ৮টায়, ইসলামপাড়া গোরস্থান জামে মসজিদে সকাল ৮টায়, চুয়াডাঙ্গা পৌর কলেজ-সংলগ্ন মাঠে সকাল ৮টা ৩০মিনিটে, পলাশপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে সকাল ৮টায়, সাদেক আলী মল্লিকপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে সকাল ৮টায়, ফার্মপাড়ার খাদেমুল ইসলাম ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, বেলগাছী ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, রাহেলা খাতুন বালিকা বিদ্যালয় মাঠে সকাল ৮টায়, পুরাতন গোরস্থানপাড়া জামে মসজিদে প্রথম জামাত সকাল ৭টা ৪৫ মিনিটে ও দ্বিতীয় জামাত সকাল ৮টা ৩০ মিনিটে, আল-হেলাল ইসলামী একাডেমি মাঠে সকাল ৮টায়, নূরনগর-কলোনি জামে মসজিদে ৮টা ৩০ মিনিটে, নূরনগর-কলোনিপাড়া ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, দৌলাতদিয়াড় দক্ষিণপাড়া ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, সাতগাড়ি পূর্বপাড়া ও পশ্চিমপাড়া ঈদগাহ ময়দানে সকাল ৮টা ৩০ মিনিটে, দিগড়ি ঈদগাহ ময়দানে সকাল ৮টা ১৫ মিনিটে, তালতলা ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, হাজরাহাটি স্কুল ময়দানে সকাল ৮টা ৩০ মিনিটে, হাজরাহাটি ঈদগাহ ময়দানে সকাল ৮টা ৩০ মিনিটে, কুলচারা ঈদগাহ ময়দানে ও এম এ বারী ঈদগাহ ময়দানে সকাল ৮টা ৩০ মিনিটে, সুমিরদিয়া জামে মসজিদে সকাল ৮টা ৩০ মিনিটে, মুসলিমপাড়া ঈদগাহ ময়দানে সকাল ৮টা ৩০ মিনিটে এবং চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম মাঠে সকাল ১০টায় জাকের পার্টির ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
কমেন্ট বক্স