বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার গোবরগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

  • আপলোড তারিখঃ ১৭-০৭-২০১৯ ইং
চুয়াডাঙ্গার গোবরগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
প্রতিবেদক, তিতুদহ: চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে শ্যামলী খাতুন (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলার গোবরগাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শ্যামলী ওই গ্রামের শফিক উদ্দিনের স্ত্রী। নিহত গৃহবধূর পারিবারিক সূত্রে জানা যায়, রান্নাঘরের বিদ্যুতের তার ছিঁড়ে বাড়ির চারপাশে দেওয়া টিনের বেড়া বিদ্যুতায়িত হয়ে পড়ে। দুপুরে সাংসারিক কাজ করার সময় টিনের বেড়া স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হন শ্যামলী। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল রাতেই মৃত শ্যামলির পিতার বাড়ি জীবননগর উপজেলার কচুরপুতা গ্রামে জানাজা শেষে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ