ভয়কে জয় করে যুবলীগকে এগিয়ে নিতে হবে
- আপলোড তারিখঃ ০৫-০৭-২০১৯ ইং
চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় যুবলীগের মোটরসাইকেল শোভাযাত্রায় আহ্বায়ক নঈম জোয়ার্দ্দার
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় যুবলীগের উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে আলমডাঙ্গা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সোনাহারের নেতৃত্বে উপজেলার ১৫টি ইউনিয়নের যুবলীগের নেতা-কর্মীরা এ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। মোটরসাইকেল শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা হয়। চুয়াডাঙ্গায় গিয়ে তাঁরা জেলা যুবলীগের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য তপন বিশ^াস, আরিফ হোসেন, আজাদুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় নঈম হাসান জোয়ার্দ্দার বলেন, ‘আমাদের দল ক্ষমতায় থেকেও আজ আমরা বিরোধী দল হয়ে গেছি। যুবলীগকে মামলা হামলার ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না।’ তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, ভয়কে জয় করে যুবলীগকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।
এদিকে আলমডাঙ্গায় মোটরসাইকেল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন যুবলীগের নেতা আনিসুর, রায়হান, সজিব, রনি, নাগদাহ ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেহালা ইউনিয়ন যুবলীগের অহ্বায়ক শিলন হোসেন, যুগ্ম আহ্বায়ক বকুল, আনারুল, হিরালাল, ভাংবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মামুন-অর-রশিদ, সাধারণ সম্পাদক আবু জাফর, বাড়াদি ইউনিয়ন যুবলীগের সভাপদি শরীফ হোসেন, সম্পাদক সেতু, বেলগাছি ইউনিয়ন যুবলীগের নেতা শাহিনুজ্জামান শাহিন, খাদিমপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, গাংনি ইউনিয়ন যুবলীগের সভাপতি টোকন, সাধারণ সম্পাদক ইয়ামিন হোসেন, চিৎলা ইউনিয়ন যুবলীগের নেতা ইমরান হোসেন, ডাউকি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আরিফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম, কালিদাসপুর ইউনিয়ন যুবলীগের নেতা রাজু আহম্মেদ, কুমারী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোজ্জামেল হক, হারদী ইউনিয়ন যুবলীগের নেতা রাজা, পান্না, আইলহাঁস ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক বিদ্যুৎ প্রমুখ।
কমেন্ট বক্স