শুক্রবার, ১৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে মাদক মামলায় আতিয়ারের জেল

  • আপলোড তারিখঃ ০৫-০৭-২০১৯ ইং
মেহেরপুরে মাদক মামলায় আতিয়ারের জেল
মেহেরপুর অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার চককল্যাণপুর গ্রামের আতিয়ার রহমান নামের এক ব্যক্তিকে হেরোইন রাখার অপরাধে ছয় বছর ও ইয়াবা রাখার অপরাধে পাঁচ বছর জেল দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুরের স্পেশাল ট্রাইব্যুনাল ১ম আদালতের বিচারক এস এম আব্দুস সালাম এ আদেশ দেন। একই সঙ্গে ওই আসামির যথাক্রমে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের জেল এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১০ মাসের জেল দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত আতিয়ার রহমান ওই গ্রামের মজির উদ্দিনের ছেলে। মামলার এজাহারে জানা গেছে, ২০১৭ সালে বামন্দী ক্যাম্প পুলিশের একটি দল ১৪ গ্রাম হেরোইন ও ১০ পিস ইয়াবা বড়িসহ আতিয়ার রহমানকে আটক করে। ওই ঘটনায় গাংনী থানায় পৃথক ধারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলার প্রাথমিক তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। এ মামলায় সাতজন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য় এবং আসামির পক্ষে কামরুল হাসান আইনজীবীর দায়িত্ব পালন করেন।


কমেন্ট বক্স
notebook

বিচারপতির বাসভবন, সুপ্রিমকোর্ট এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা