বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপলোড তারিখঃ ০৫-০৭-২০১৯ ইং
কালীগঞ্জে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাবরা গ্রামের একটি গাছ থেকে হোসেন আলী (৬০) নামের এক গরু ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তাঁর মুখের মধ্যে রুমাল ঢোকানো ছিল। পাশেই পড়ে ছিল একটি ব্যাগে আম, ছাতা ও পায়ের জুতা। গতকাল বৃহস্পতিবার সকালে গাছের একটি ডালে বাঁধা রশিতে তাঁর মরদেহ ঝুলে ছিল। হোসেন আলী বাবরা গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে। এলাকাবাসীর ধারণা, হত্যার পর পা বেঁধে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে দুর্বৃত্তরা। নিহত হোসেন আলীর দুলাভাই ভিকু জানান, গত বুধবার বিকেলে সদর উপজেলার গান্নার গরুর হাটে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন হোসেন আলী। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সকালে মাঠে কৃষকেরা হোসেন আলীর মরদেহ গাছে ঝুলতে দেখে তাঁদের খবর দেন। ব্যবসায়ী হোসেন আলী গান্না বাজার থেকে ৬০ হাজার টাকা নিয়ে বাড়ি ফিরবেন বলে জানিয়ে যান। পরিবারের ধারণা, তাঁর কাছে থাকা টাকা ছিনতাই করতেই তাঁকে হত্যা করা হয়েছে। আবার পাওনা টাকা চাইতে গিয়ে হত্যার শিকার হতে পারেন, এমন কথাও শোনা যাচ্ছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী জানান, সকালে বাবরা গ্রামের একটি আমগাছে হোসেন আলীর মরদেহ ঝুলে ছিল। খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি আরও জানান, কী কারণে হত্যার করা হলো, তা তদন্ত করে দেখছে পুলিশ।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ