মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শিশুর গোপনাঙ্গে হাত, লাল্টুকে গণধোলাই

  • আপলোড তারিখঃ ২৩-০৬-২০১৯ ইং
শিশুর গোপনাঙ্গে হাত, লাল্টুকে গণধোলাই

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার নতুন ভান্ডারদহে দুই বছরের এক মেয়েশিশুর গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগে লাল্টু (৪০) নামের এক ব্যক্তিকে দুই দফা বেধড়ক মারধরের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সন্ধ্যায় নতুন ভান্ডারদহের মসজিদপাড়ায় ও রাত আটটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সাজার্রি ওয়ার্ডে এ মারধরের ঘটনা ঘটে। আহত ব্যক্তি চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের নতুন ভান্ডারদহ গ্রামের মৃত নূর আলীর ছেলে। শিশুটির পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল দুপুরে লাল্টু তাঁর দর্জি দোকানে বসেছিলেন। ওই দোকানের সামনে শিশুটি তার দুই-এক সঙ্গীর সঙ্গে খেলা করছিল। এ সময় লাল্টু চরকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে কাছে ডেকে তার গোপনাঙ্গে হাত দেন। পরে শিশুটি বাড়ি এসে তার মাকে এ কথা জানালে সন্ধ্যার দিকে এলাকাবাসী দোকানে যেয়ে লাল্টুকে গণধোলাই দেন। এদিকে রাত সাড়ে আটটার দিকে লাল্টুকে উদ্ধার করে তাঁর পরিবারের সদস্যরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। কিছুক্ষণ পর ওই শিশুটির পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য শিশুটিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। এ সময় শিশুটির পরিবারের সঙ্গে আসা কয়েকজন খবর পেয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে প্রবেশ করে লাল্টুকে বেধড়ক মারধর করেন। খবর পেয়ে পুলিশ সার্জারি ওয়ার্ড থেকে দীননাথপুরের আলার ছেলে সুমনকে আটক করে। এদিকে লাল্টুর স্ত্রী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘তাঁদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। কেন এমন মিথ্যা অভিযোগ করে আমার স্বামীকে মারা হলো, তা জানি না। ওরা আমাদের দোকান ভেঙে দিয়েছে, দোকনে থাকা টাকাপয়সাও নিয়ে গেছে।’ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আবু এহসান মো. ওয়াহেদ রাজু বলেন, লাল্টু নামের ব্যক্তিকে বেধড়ক মারধর করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা খুব একটা ভালো না। শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে এ ব্যাপারে তার ডাক্তারি পরীক্ষা প্রক্রিয়াধীন। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে আর লাল্টুকে মারধরের ঘটনায় সুমন নামের একটি ছেলেকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



কমেন্ট বক্স
notebook

পরীক্ষায় অনুপস্থিতদেরও উত্তীর্ণের অভিযোগ, সমালোচনার ঝড়