মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে ট্রাফিক পুলিশের অভিযান

  • আপলোড তারিখঃ ১১-০৬-২০১৯ ইং
ঝিনাইদহে ট্রাফিক পুলিশের অভিযান
ঝিনাইদহ অফিস: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়কের মৃত্যুর মিছিল রোধে ব্যতিক্রমী অভিযান চালিয়েছে ঝিনাইদহ ট্রাফিক পুলিশ। ঈদের পর দিন থেকে শহরের বাস টার্মিনালে এ অভিযান চালাচ্ছেন তাঁরা। গতকাল সোমবার সকালে টার্মিনালে গিয়ে দেখা যায়, চুয়াডাঙ্গাসহ মেহেরপুর, কুষ্টিয়া থেকে ঢাকাগামী দূরপাল্লার যানবাহনের চালকদের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করা হচ্ছে। যে চালক গাড়ি চালাচ্ছেন তাৎক্ষনিক তাঁর লাইসেন্স না দেখাতে পারলে গাড়ি যেতে দেওয়া হচ্ছে না। বৈধ চালক আসার পর গাড়ি ছাড়া হচ্ছে। ঝিনাইদহের ট্রাফিক ইন্সপেক্টর সালাহউদ্দিন বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়কের অনেক সময় অদক্ষ চালক দিয়ে গাড়ি চালানো হয়। এ ছাড়াও যাত্রীদের বাড়তি চাপ সামলাতে ফিটনেসবিহীন গাড়ি চালানো হয়। এতে দুর্ঘটনার সংখ্যা বেড়ে যায়। দুর্ঘটনা রোধে চালকদের লাইসেন্স পরীক্ষা করা হচ্ছে। যে সকল চালক লাইসেন্স দেখাতে পারছেন না তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা ও সেই সাথে দক্ষ ও লাইসেন্স প্রাপ্ত চালক দিয়ে সেই গাড়ি পাঠানো হচ্ছে। এছাড়াও মহাসড়কে ইজিবাইক, নসিমন, ভটভটি, আলমসাধুসহ অবৈধ যান চলাচল করতে দেওয়া হচ্ছে না।


কমেন্ট বক্স
notebook

পরীক্ষায় অনুপস্থিতদেরও উত্তীর্ণের অভিযোগ, সমালোচনার ঝড়