বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা-মেহেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১০-০৬-২০১৯ ইং
চুয়াডাঙ্গা-মেহেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেন এসপি মাহবুবুর রহমান সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা-মেহেরপুরে জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সসহ শান্তি-শৃঙ্খলা বজায় রাখার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, চুয়াডাঙ্গা পুলিশ লাইনসে গতকাল রোববার সকাল আটটায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কীট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার) এ প্যারেড পরিদর্শন করেন। জেলা পুলিশের সব উর্ধ্বতন কর্মকর্তাসহ জেলার বিভিন্ন ইউনিটের সর্বস্তরের মোট ১৭৬ জন পুলিশ মাস্টার প্যারেডে অংশগ্রহণ করে। প্যারেডে অধিনায়কের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আবুল বাশার। পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার) বলেন, পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী, এ মাস্টার প্যারেড বাহিনীর শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনো পুলিশ সদস্য যদি শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ করেন, তবে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে তথ্য-প্রযুক্তিতে দেশ এগিয়ে চলেছে, তাই পুলিশকে তথ্য-প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য কনস্টেবলসহ সব অফিসারকে তথ্য-প্রযুক্তি ব্যবহারের পরামর্শ প্রদান করেন তিনি। এ সময় তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন। `` মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর পুলিশ লাইনসে সাপ্তাহিক মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে পুলিশ লাইসে এ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান পিপিএম এ প্যারেড পরিদর্শন করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

ভারতে ২৪২ জন যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত