মারামারি মামলায় বলেশ্বপুরের মাসেম আটক
- আপলোড তারিখঃ ২৫-০৫-২০১৯ ইং
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গার বলেশ্বরপুরে মারামারি মামলায় মাসেম নামের একজনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার থানার এসআই বাবুল সঙ্গীয় ফোর্স তাকে আটক করে। আজ তাকে সংশ্লিষ্ট মামলায় জেল হাজতে প্রেরণ করা হবে। জানা গেছে, আলডাঙ্গা উপজেলার আইলহাঁস ইউনিয়নের বলেশ্বরপুর গ্রামের মৃত মনছুর আলীর ছেলে মাসেম প্রতিবেশির সাথে দীর্ঘদিন যাবৎ গোলোযোগ চলে আসছিলো। তারই ভিত্তিতে আলমডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন। গতকাল শুক্রবার বিকালে থানা পুলিশ মাসেমকে আটক করে। আজ সংশ্লিষ্ট মারামারি মামলায় জেল হাজতে প্রেরণ করা হবে।
কমেন্ট বক্স